ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

কাপ্তাই হ্রদে থই থই করছে পানি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

সরোবর প্রতিবেদক 

 প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৯:০০ রাত  

একটানা ভারি বর্ষণের কারনে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে সর্বোচ্চ ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও বেড়েছে।

এই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে হ্রদে পানির উচ্চতা রয়েছে ১০৬.০৬ ফুট এমএসএল। যা বৃহস্পতিবার রাত ১১টায় ছিল ছিল ১০৫.১১ ফুট এমএসএল আর বৃহস্পতিবার সকাল ৯টায় ছিল ১০৫.৮৪ ফুট এমএসএল।

তিনি আরো বলেন, কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল)। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হয়। আর সাধারণত পানির উচ্চতা ১০৮ এর বেশি হলে তখন আমরা গেইটগুলো খুলে দিয়ে থাকি।

দৈনিক সরোবর/এমই