ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

হজ ক্যাম্প থেকেই মিলবে বোর্ডিং কার্ড

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৩, ০৮:০২ রাত  

চলতি বছর ঢাকার আশকোনা হজ অফিস থেকেই বোর্ডিং কার্ড নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইটে উঠতে পারবেন হজযাত্রীরা। এজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আর কোনো আনুষ্ঠানিকতার দরকার হবে না।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও আশকোনা হজ ক্যাম্প সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ব্যবস্থাপনায় এরই মধ্যে হজযাত্রীদের সৌদি আরবে বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এরমধ্যে বেসরকারিভাবে যাচ্ছেন এক লাখ ১২ হাজার ১৯৮ জন। বাকিরা যাবেন সরকারি ব্যবস্থাপনায়।

এ বছর হজযাত্রীদের মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান। বাকি ৫০ শতাংশ হজযাত্রীর ভ্রমণ হবে সৌদি এয়ারলাইন্সে। আশকোনা হজ অফিস থেকে হজ যাত্রীদের বোর্ডিং কার্ড দেওয়া হবে। এজন্য হজযাত্রীদের বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

আগামী ২১ মে ভোর পৌনে ৪টায় প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।

দৈনিক সরোবর/ আরএস