সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠীকে নিয়ে বিএনপি রাজনীতি করে: তথ্যমন্ত্রী
প্রকাশিত: মার্চ ০৬, ২০২৩, ০৪:২৯ দুপুর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠীকে নিয়ে বিএনপি যে রাজনীতি করে, তারা আরো নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। পঞ্চগড়ে কাদিয়ানীদের জলসায় হামলাকারীদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের সমর্থক।
সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এমন কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, পঞ্চগড়ে যে ঘটনাটি ঘটানো হয়েছে এবং সেখানে যারা কাদিয়ানীদের জলসাতে হামলা চালিয়েছে, তারা কারা তা পুলিশের খাতায় আছে। এদের বেশিরভাগই ছিল বিএনপি-জামায়াতের সমর্থক। তারাই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, হামলা চালিয়েছে। সেই হামলায় দু-জন মারা গেছেন।
তিনি বলেন, পঞ্চগড়ের এ ঘটনাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠীকে নিয়ে বিএনপি যে রাজনীতি করে, তারা আরও নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দায়টা এড়ানোর জন্য দু-দিন পর গতকালকে বক্তব্য রেখেছেন। আসলে এ ঘটনার জন্য তাদের সমর্থকরা, বিএনপি-জামায়াতের সমর্থকরা মূলত দায়ী।
পুরো দেশে নানাভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার পাঁয়তারার মধ্যে বিএনপি ও তার মিত্ররা আছে বলেও মন্তব্য করেন ড. হাছান।
দৈনিক সরোবর/ আরএস