ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অতি আত্মবিশ্বাসী হয়ে জনবিচ্ছিন্ন হবেন না: তারেক

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০৬, ২০২৪, ০৭:৩৬ বিকাল  

নেতাকর্মীদের অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন না হতে নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেছেন, প্রতিটি নেতাকর্মীর মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো, তবে অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না। জনগণ পছন্দ করেন না এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করুন।

অতীত নিয়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ প্রবাদের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বর্তমান অন্তর্বতী সরকারকে সফল করতে হবে জানিয়ে তিনি বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা বসে আছেন। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের সবাইকে সজাগ থাকতে হবে। একদিন পরে এই সরকারের মেয়াদ তিন মাস পূর্ণ হবে। এই তিন মাসে তাদের সফলতা নিয়ে আলোচনার যথেষ্ট সময় নয়।

দৈনিক সরোবর/এএস