ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বিজয় দিবসে কারাবন্দিদের জন্য ভাত-মাছ ছাড়াও থাকছে বিশেষ খাবার 

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০১:২০ দুপুর  

মহান বিজয় দিবসে সবার মধ্যেই বিরাজ করছে মুক্তির আনন্দ। বিভিন্ন কর্মসূচিতে মাতোয়ারা গোটা দেশ। তবে কারাগারে বিজয় আর মুক্তির আনন্দ কতটাই পৌঁছেছে তা নিয়েও যেন ভাবনার শেষ নেই। এমন বিজয় গাঁথার দিনে দেশের সব কারাগারের বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার।

ঢাকা বিভাগের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির জানান, ১৬ ডিসেম্বর বন্দিরা দুপুরে ও সকালে বিজয় দিবস উপলক্ষে খাবেন বিশেষ খাবার। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।

বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে খিচুড়ি ও ডিম, পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবার-সাদা ভাত, আলুর দম, মাছ ভাজা।

ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

এদিকে গত ১২ ডিসেম্বর কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ১৬ ডিসেম্বর উপলক্ষে বন্দিদের উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করতে হবে।

দৈনিক সরোবর/ইএইচপি