এ কে আজাদকে বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব
প্রকাশিত: জানুয়ারী ০৯, ২০২৪, ০৮:১৫ রাত

কারা হবে বিরোধী দল সারাদেশে যখন এমন গুঞ্জণ তখন ফরিদপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত এ কে আজাদ দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এ কে আজাদ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১০ সালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত ছিলেন।
এ কে আজাদ বলেন, নেত্রীর (শেখ হাসিনা) আহ্বানে আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমরা কিন্তু আওয়ামী লীগের বাইরের কেউ না। যদি নেত্রী মনে করেন আমাদের বিরোধী দল গঠন করা উচিত, তাহলে হবে। যেহেতু জাতীয় পার্টি মাত্র ১১টি সিট পেয়েছে, আর স্বতন্ত্র পেয়েছে ৬২টি আসন।
তিনি বলেন, অনেক বিদেশি আমাকে ফোন করেছেন যে, আপনাকে নিয়ে চিন্তা করা হচ্ছে; আপনি বিরোধী দলের নেতা হতে রাজি আছেন কি না। আমি তাদের উত্তরে বলেছি, সবকিছুই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা যদি মনে করেন, তারা সরকারের সঙ্গে না থেকে নিজেরা একটা বিরোধী মোর্চা গঠন করবেন, অবশ্যই তারা সেটা করতে পারবেন। তখন বিরোধী দল হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, সেটা জানা যাবে। কিন্তু আমার মনে হয়, বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক আসন প্রয়োজন। সে হিসেবে স্বতন্ত্রদের যথেষ্ট আসন আছে যোগ করেন নবনির্বাচিত এমপি এ কে আজাদ।
দৈনিক সরোবর/এএস