ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

চলে গেলেন ফুটবল কিংবদন্তি পেলে

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০১:৩২ রাত  

ফাইল ফটো

ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা তারকা পেলে আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ব্রাজিলিয়ান এ মহাতারকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি। বিষয়টি নিশ্চিত করেছেন পেলের এজেন্ট জো ফ্রাগা। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন ‘কালো মানিক’ খ্যাত এই ফুটবলার।

পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। সে নামে অবশ্য বিশ্ব তাকে চেনেনি। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিনবার চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বের আর কোনো ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।

দৈনিক সরোবর/এমকে