মন্টেনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের তিনজনসহ নিহত ১১
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ১১:২১ দুপুর

ফাইল ফটো
মন্টেনিগ্রোর সিটিনজে শহরে একই পারিবারের তিনজনসহ ১০ জনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। পরে এক ব্যক্তির গুলিতে নিহত হন ওই হামলাকারী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজধানী পডগোরিকার পশ্চিমে ৩৬ কিলোমিটার দূরে পাহাড়ি উপত্যকায় সিটিনজে শহরে শুক্রবার এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এক বন্দুকধারী একই পরিবারের ৩ জনকে হত্যার পর পথচারীদের ওপর গুলি চালান।
প্রসিকিউটর আন্দ্রিজানা নাসতিক সাংবাদিকদের জানিয়েছেন, বন্দুকধারীর বাড়িতে থাকাকালীন এক মা ও তার দুই সন্তানকে গুলি করে হত্যা করা হয়। পরে এক ব্যক্তির গুলিতে ৩৪ বছর বয়সী হামলাকারীও নিহত হন।
কর্মকর্তারা জানিয়েছেন, একই পরিবারের তিনজনকে হত্যার পর বাড়ি থেকে বের হয়ে একই বন্দুক দিয়ে স্থানীয়দের উপর এলোপাতাড়ি গুলি চালান। এতে ৭ জন নিহত হন। আহত আরো ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নাসতিক জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই মর্মান্তিক ঘটনার পর তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী ড্রিটান অ্যাবাজোভিচ।
তিনি টেলিগ্রামে এক বার্তায় বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার জন্য আমি মন্টেনেগ্রোর নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
দৈনিক সরোবর/এমকে