ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

হুমকি উপেক্ষা করে তাইওয়ান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ পেলোসির

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ০৩, ২০২২, ১০:১২ দুপুর  

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল প্যালসে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি- ছবি: সংগৃহীত

চীনের হুঁশিয়ারি বা হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর করছেন যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি। চীনও তাইওয়ানের কাছেই চালাচ্ছে সামরিক মহড়া। সেই সঙ্গে ঘোষণা দিয়েছে সামরিক অভিযানের। তবে চীনের সেই হুমকিকে গুরুত্বই দিচ্ছেন না ন্যান্সি পেলোসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পেলোসি এবার স্বশাসিত দ্বীপ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তাইওয়ানের রাজধানী তাইপের প্রেসিডেন্সিয়াল প্যালেসেই সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন পেলোসি।

প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক সমাবেশে পেলোসি বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই তাইওয়ানকে একা ফেলে যাবে না। তাইওয়ান হল যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য অংশীদার।

প্রেসিডেন্ট সাইও অকুণ্ঠ সমর্থন দিয়ে যাওয়ার জন্য পেলোসিকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের বিভিন্ন স্থানে লক্ষ্যযুক্ত সামরিক অভিযান পরিচালনা করবে বেইজিং।

আলাদাভাবে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বলেছে যে মঙ্গলবার রাত থেকেই তাইওয়ানের কাছে যৌথ সামরিক অভিযান ও মহড়া পরিচালনা করবে তারা।

ইস্টার্ন কমান্ড জানিয়েছে, এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে পুরো তাইওয়ানকে ঘিরে। দ্বীপটির উত্তর, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বে সমুদ্রে বিমান ও যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নেবে। এসব মহড়ায় দূরপাল্লার লাইভ ফায়ারিং ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাও থাকবে। ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত এই মহড়া চলবে।

তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষিত সামরিক অভিযানে লক্ষ্যবস্তু কী হবে এবং ইস্টার্ন কমান্ডের মহড়া থেকে এটি আলাদা হবে কি না, তার বিশদ বিবরণ দেয়নি বেইজিং।

চীনের হুমকির প্রেক্ষাপটে বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগ্যানসহ চারটি যুদ্ধজাহাজ পূর্ব তাইওয়ানের কাছে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বহরে আরো রয়েছে মিসাইল ক্রুজার ও ডেস্ট্রয়ার।

দৈনিক সরোবর/এমকে