ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ০৫, ২০২২, ১২:০৮ দুপুর

ছবি: সংগৃহীত
অতিরিক্ত গাড়ির চাপ ও ছোটখাটো দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা পুলিশের।
পুলিশ জানায়, রাত ৩টার পর থেকে মহাসড়কে মালবাহী গাড়ির চাপ বেড়ে যায়। এরপরে এলোমেলোভাবে গাড়ি চালানো ও ছোটখাটো দু-একটি দুর্ঘটনার কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই আশরাফুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
দৈনিক সরোবর/এমকে