ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৮:০৬ রাত  

‘আসিয়ান’র সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

আসিয়ান ও সার্কের মধ্যে বাংলাদেশ সেতু হিসেবে কাজ করতে পারে বলেও জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার এই বার্তা মালয়েশিয়া সরকারের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন হাইকমিশনার মিজ হাশিম।

প্রসঙ্গত, মালয়েশিয়া আসিয়ানের পরবর্তী 'চেয়ার' তথা নেতা হতে যাচ্ছে।

মালয়েশিয়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবে বলেও জানান ঢাকায় নিযুক্ত হাইকমিশনার। তিনি বলেন, আমরা আপনাকে বিশ্বাস করি। আপনাকে শুভ কামনা জানাই।

দৈনিক সরোবর/এএস