ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৩:১৫ দুপুর  

নেপালে ভূমিকম্প আঘাত হানার একদিন যেতে না যেতেই সোমবার মিয়ানমারে ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ভারতীয় রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।

তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

দৈনিক সরোবর/এএস