ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ফের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ ইমরান খানের

সরোবর ডেস্ক

 প্রকাশিত: মে ২২, ২০২৩, ০৪:১২ দুপুর  

ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান আবারো গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন। আগামী মঙ্গলবার আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ আদালতে তাঁকে ফের হাজিরা দিতে হবে। ইমরানের আশঙ্কা, এদিন তাঁকে ফের গ্রেপ্তার করা হবে। 

পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান আবারো গ্রেপ্তারের আশঙ্কার কথা জানান। 

পিটিআই প্রধান বলেন, ‘মঙ্গলবার আমি ইসলামাবাদ আদালতে একাধিক মামলায় জামিনের আবেদনের জন্য হাজিরা দেব। ৮০ শতাংশ আশঙ্কা রয়েছে, ওই সময় আমাকে সেখানে গ্রেপ্তার করা হবে।’ 

দলের কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় নিয়েও অভিযোগ তোলেন ইমরান খান। তিনি বলেন, ‘শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালানো হয়। গণতন্ত্রকে ধ্বংস করতেই এ সবকিছু করা হচ্ছে। আমার দলের জ্যেষ্ঠ নেতাদের সবাই এখন কারাগারে। মোট ১০ হাজারেরও বেশি পিটিআই কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে।’ 

দৈনিক সরোবর/ আরএস