ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিককে গ্রেপ্তার

সরোবর ডেস্ক

 প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৫:৩৭ বিকাল  

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে রাশিয়া। দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

এফএসবি জানিয়েছে, বৃহস্পতিবার ইভানকে ইয়েকাটেরিনবার্গের উরাল মাউন্টেনস শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রুশ-সামরিক কমপ্লেক্সের কার্যকলাপ সম্পর্কে স্পর্শকাতর গোপনীয় তথ্য সংগ্রহ করছিলেন। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইভান গার্শকোভিচ ইউক্রেন যুদ্ধ ও ওয়াগনার গ্রুপের খবর সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেওয়ার আগে ৩১ বছর বয়সী ইভান বার্তা সংস্থা এএফপির মস্কো প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তারও আগে তিনি মস্কো টাইমসের সাংবাদিক ছিলেন। ইভান রুশ ভাষায় কথা বলেন। তাঁর মা বাবা যুক্তরাষ্ট্রে থাকেন। তবে তাঁরা মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন। 

এফএসবি জানিয়েছে, গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে ইভানের ২০ বছরের কারাদণ্ড হতে পারে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়ায় প্রথম কোনো মার্কিন সাংবাদিক গ্রেপ্তার হলেন। ইভান গার্শকোভিচ ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো সংবাদদাতা হিসেবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কাভার করছিলেন। এ সপ্তাহে প্রকাশিত তাঁর শেষ প্রতিবেদনটি ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রুশ অর্থনীতির মন্দার ওপর। 

দৈনিক সরোবর/ আরএস