ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নাসরুল্লাহর জানাজার আগে লেবাননে ইসরায়েলের হামলা

সরোবর ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৫:৫৫ বিকাল  

লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দালন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর দাফন হচ্ছে আজ। গত বছরের সেপ্টেম্বরে ইসরাইলি বিমান হামলায় শহীদ হওয়ার পর আজ তার জানাজা শেষে দাফন হচ্ছে বৈরুতে।

হামাস নেতার দাফন শুধু একটি শোকসভা নয়, বরং এটি হিজবুল্লাহর রাজনৈতিক শক্তির প্রদর্শনী হিসেবেও দেখা হচ্ছে, যা সংগঠনটির দুর্বল অবস্থার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, নাসরুল্লাহর জানাজার আগে লেবাননের আনসার শহরের উপকণ্ঠে অবস্থিত মারাইস এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ হামলা চালানো হয়। 

দেশটির সরকারি জাতীয় সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে, প্রতিবেদনে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য দেওয়া হয়নি।

ইসরায়েলের সামরিক অভিযানের প্রথম পর্যায়ে নাসরুল্লাহ গত বছরের ২৭ সেপ্টেম্বর, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক বাঙ্কারে বৈঠকরত অবস্থায় বিমান হামলায় প্রাণ হারান।  

নাসরুল্লাহ হিজবুল্লাহ সমর্থকদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়, দীর্ঘ সময় ধরে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে নেতৃত্ব দিয়েছেন এবং সংগঠনটিকে একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছেন। 

তার নেতৃত্বে হিজবুল্লাহ আঞ্চলিক শক্তি হিসেবে বিশাল প্রভাব বিস্তার করেছে এবং তিনি আধুনিক আরব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেন।

লেবাননে হামলাটি এমন সময় চালানো হলো যখন সেখানে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর জানাজার প্রস্ততি চলছে।  

কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিতব্য নাসরুল্লাহর জানাজা ও দাফনে কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নাসরুল্লাহর জানাজায় যোগ দিতে ইরানের শীর্ষ কূটনীতিকরাও রওনা দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার ভোরে নাসরুল্লাহর জানাজায় যোগ দিতে বৈরুতের উদ্দেশে রওনা হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়ে মেহের নিউজ এজেন্সি।

আরাগচি এবং গালিবাফ ছাড়াও, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনীর কার্যালয়, ইরানের বিচার বিভাগ, ইরানি সরকার ও সংসদের প্রতিনিধি ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একটি দল অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর দীর্ঘকালীন নেতা হাসান নাসরুল্লাহ। 

দৈনিক সরোবর/এএস