ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

মার্কিন এফ-৩৫ প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান, সামরিক ভারসাম্যহীনতার শঙ্কা

সরোবর ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:২৯ বিকাল  

ভারতকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তান বলেছে, এমন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ হলে তা দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা আরো বাড়াবে।

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান মার্কিন-ভারত যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের নামে করা মন্তব্যকে ‘একপেশে’, ‘বিভ্রান্তিকর’ ও ‘কূটনীতিক শিষ্টাচার পরিপন্থি’ বলেও অভিহিত করেছেন বলে জানিয়েছে ডন।

তার মন্তব্যের কয়েক ঘণ্টা আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরকালে দেওয়া ওয়াশিংটন-নয়া দিল্লি যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই হামলা ও পাঠানকোটের ঘটনার জন্য দায়ীদের ‘দ্রুত বিচারের’ মুখোমুখি করতে এবং পাকিস্তানের ভূখণ্ড যেন সীমান্ত পেরিয়ে অন্য দেশে সন্ত্রাসী হামলায় ব্যবহৃত না হয়, তা নিশ্চিতে ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

এর প্রতিক্রিয়ায় শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শাফকাত খান বলেন, “যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে পাকিস্তান সন্ত্রাসবিরোধী অনেক পদক্ষেপ নিয়েছে, তা সত্ত্বেও যৌথ বিবৃতিতে এমন কথা থাকায় আমরা অবাক। পাকিস্তান সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টা অব্যাহত রাখতে, বিদেশিদের দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের সন্ত্রাসবাদজনিত সংকট মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ।”

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের এ মুখপাত্র যৌথ বিবৃতিতে ভারতের মানবাধিকার লঙ্ঘন ও বিদেশে ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করার প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার সমালোচনাও করেছেন।

ভারত-যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতির ভাষ্য প্রত্যাখ্যান করে শাফকাত আলী খান বলেন, “এই ধরনের মন্তব্য ভারতের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চল ও বাইরে সংঘটিত সন্ত্রাসবাদ, নাশকতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আড়াল করতে পারবে না। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এড়িয়ে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ভারতের বিদ্বেষমূলক অপরাধের সত্যকেও চাপা দিতে পারবে না।”

নয়া দিল্লির কাছে এফ-৩৫ হস্তান্তরের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা বাড়িয়ে তুলবে ও কৌশলগত স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আন্তর্জাতিক অংশীদারদের দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার বিষয়গুলিকে ‘সামগ্রিক ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে’ দেখতে এবং ‘মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন একপেশে অবস্থান’ এড়িয়ে চলতেও আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে নিউ ইয়র্কে যাবেন, সেখানে তিনি চীনের ওয়াং ইসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, বলেছেন শাফকাত।

দৈনিক সরোবর/ইএইচপি