ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা, আহত ২৪

সরোবর ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৫, ০২:৩৪ দুপুর  

ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে, হামলায় ২৪ জন আহত হয়েছেন। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালিনো হয়েছে বলে দাবি করছে ইসরায়েল।

বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিহে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা নাবাতিহের প্রান্তে অস্ত্র পরিবহনকারী হিজবুল্লাহর যানবাহনে হামলা চালিয়েছে।

নাবাতিহের ওপর হওয়া এই দুটি হামলার তীব্র নিন্দা এবং এগুলোকে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি এ বিষয়ে মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্সের সঙ্গেও কথা বলেছেন। তিনি এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ নিযুক্ত কমিটির সভাপতিত্ব করছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নাবাতিহে আল-ফাওকার আল-রাওদাত স্কুলের কাছে রাস্তায় একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় গাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং রাস্তায় পার্ক করা গাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি ওই এলাকার মধ্য দিয়ে যাওয়া কয়েকজন নাগরিক আহত হয়েছেন।

দৈনিক সরোবর/এসএফ