ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

জেনিন শহর থেকে সরে গেছে ইসরায়েলি বাহিনী

সরোবর ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০৮:০৪ রাত  

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে কয়েকমাসের অন্যতম বড় অভিযান চালানোর পর সেখানকার জেনিন শহর থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা।

৯ দিনের অভিযানে ওই এলাকার হাজার হাজার অধিবাসী নিজেদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। এই অভিযানে সেনারা হামাস, ইসলামিক জিহাদ এবং ফাতাহর মতো ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে।

জেনিনের অধিবাসী সামহার আবু নাসা বলেন, তারা যখন শহরে ঢুকেছিল, তারা বুলডোজার ব্যবহার করেছে এবং সবকিছু ধ্বংস করতে শুরু করেছিল। কোনওকিছুই তারা বাদ রাখেনি।

পানি ও বিদ্যুৎ সেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ২০ কিলোমিটার রাস্তা।

তবে ইসরায়েলের সেনাবাহিনীর কাছ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাস্তার নিচে পাতা ৩০ টি বিস্ফোরক সরিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর এখন রাস্তা পরিষ্কারের কাজ চলছে।

শত শত ইসরায়েলি সেনা ও পুলিশ হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় জেনিনের শরণার্থী শিবির ও আশেপাশের গ্রামসহ সব জায়গায় অভিযান চালিয়ে পুরো এলাকাকে ধ্বংসস্তপে পরিণত করেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শহরের অবকাঠামোর মারাত্মক ক্ষতি করে গেছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযানে ২১ জন নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

দৈনিক সরোবর/এএস