ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

তিন মাসের জন্য নিষিদ্ধ চমক

বিনোদন ডেস্ক    

 প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৪:১৩ দুপুর  

ছবি ইন্টারনেট

অভিনেতা আরশ খান ও নির্মাতা আদিব হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাস্তি ঘোষণা করা হয়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। অভিনয়শিল্পী সংঘের রায়ে জরিমানা প্রদান এবং আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। 

তবে অভিনয়শিল্পী সংঘের এ রায় মানেনি টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডস। এ বিষয়ে রোববার একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংগঠনটি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিয়ে মিডিয়ায় জটিলতা ও চলমান সংকট নিরসনে সোমবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

এ বিষয়ে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর জানান, প্রাথমিকভাবে অভিনেত্রী চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করতে চায় ডিরেক্টরস গিল্ড। তাদের দাবি ছিল, যদি চমক পরিচালকের ক্ষতিপূরণ দেন, তবে তিনি তিন মাস নিষিদ্ধ থাকবেন নাটকে। আর যদি ক্ষতিপূরণ না দেন, তবে নিষিদ্ধের মেয়াদ আরও বাড়বে।

শিল্পীদের শৃঙ্খলার মধ্যে আনতে সংগঠনের যা যা করার প্রয়োজন, তাই করা হবে বলে জানান সাধারণ সম্পাদক। আজ রাজধানীর নিকেতনে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দৈনিক সরোবর/এএস