ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নতুন রূপে চমকে দিলেন ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: জুলাই ০২, ২০২৩, ১২:১৩ রাত  

ছবি: ইন্টারনেট

নতুন রূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন ভক্তদের। তার নতুন লুক নিয়ে নেটিজেনরা এখন আলোচনায় রয়েছেন। ঐন্দ্রিলার পরনে তার নীল রঙের একটি ড্রেস। তার উপরে গোলাপি ফুল আঁকা। খোলা চুলে পোজ দিয়েছেন নায়িকা। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের ইনস্টাগ্রামে চোখ রাখলেই এ ছবিটাই সবার প্রথমে চোখে পড়বে। ভালোবেসে তার বোন এ ছবিটি তুলে দিয়েছেন। ঐন্দ্রিলাও নতুন ছবি পেয়ে খুশি।

কিন্তু এই ঐন্দ্রিলাকে দেখে খুশি হলেন না অনেকেই। তার ভক্তদের একাংশের মত, এত চিকন ঐন্দ্রিলাকে ঠিক যেন ভালো লাগে না দেখতে। গোলগাল ঐন্দ্রিলাই তাদের প্রিয়। শেষ কয়েক মাসে নিজেকে আদ্যোপান্ত বদলে ফেলেছেন নায়িকা।

তার লুক থেকে চেহারা— সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন। বড় পর্দায় যখন তার যাত্রা শুরু হয় তখন তার বাড়তি ওজনের জন্য অনেক কটু কথা সহ্য করতে হয়েছে তাকে। এখন অবশ্য ওজন কমিয়ে তিনি একেবারে ছিপছিপে। এখনো দর্শকের নানা ধরনের সমালোচনা শুনতে হচ্ছে।

দর্শকের কোনো কথাতেই গুরুত্ব দিতে চান না নায়িকা। ভারতীয় একটি গণমাধ্যমে ঐন্দ্রিলা বললেন, ‘আমার চেহারা। আমায় কেমন দেখতে লাগবে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি লোকের কথা শুনব কেন। সত্যি বলতে আমি এত মন্তব্য পড়িও না। বেশি গুরুত্ব দিলেই সমস্যা।’ নায়ক নায়িকাদের সব সময়ই কারও না কারও নজরে থাকেন। একটু এদিক ওদিক হলেই সমস্যা।

দৈনিক সরোবর/আরএস