ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

প্রোডাকশন বয়ের শরীরে চা ঢেলে দেওয়ার অভিযোগ, যা বললেন শামীম

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৫:৪২ বিকাল  

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে প্রোডাকশন বয়ের মুখে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। 

বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সংবাদমাধ্যমে এই অভিযোগ জানান। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যার প্রেক্ষিতে মুখ খুলেছেন এই অভিনেতা। 

শামীম বলেন, ‘আমি সেটে ঢোকার পর আমাকে চা দেওয়া হয়। চা মুখে দিয়ে বুঝতে পারি তিতা ও ঠান্ডা। আমি বলি, এটা কোনো চা হলো? পরে বলি এই চা তুমি খাও। কিন্তু রাব্বি খায় না। আবারো বলি, এটা তুমি খাও। এ কথাগুলো হাসতে হাসতে বলেছিলাম। তিনবার চা খেতে বলার পরও রাব্বি চা খায় না এবং কিছু বলেও না। পরে আমি এগিয়ে গিয়ে বলি, তুমি চাটা খাও। এগিয়ে গিয়ে চা দেওয়ার সময় কাপ থেকে চা গিয়ে পড়ে রাব্বির শরীরে। চা ঠান্ডা ছিল। স্কিন পুড়ে যাওয়ার মতো গরম ছিল না।’

এই অভিনেতা বলেন, ‘চাকরি জীবনে দুই ভাইয়ের মধ্যে মনমালিন্য হতেই পারে। ও তো আমার সহকর্মী। রাব্বি সেটেই ছিল, ওকে সরি বলা হয়েছে। ও আঘাত পাইছে কিনা সে বিষয়ে খোঁজ নিয়েছি। ওই দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাব্বি আমাদের সেটেই ছিল। দুপুরে খাবার রাব্বি খাইয়েছে। অন্য শিল্পীরাও ছিলেন। হঠাৎ করে রাব্বিদের সংগঠন থেকে আমার সঙ্গে কথা বলতে চাইলো। আমি রাজি হয়েছি। কারণ ভুল তো আমি করেছি। আমি ক্ষমা চাইতে রাজি। যাই হোক, সংগঠন থেকে সেটে আসে। একজন রাব্বির কিছু ছবি তুলে নিয়ে আসে। তাতে দেখি, রাব্বি দুঃখি দুঃখি চেহারা করে বেডে শুয়ে আছে। কিন্তু চা পড়ে রাব্বির শরীর যদি পুড়ে গিয়ে থাকে, তবে তো সেটা দুপুর ১২টার দিকে হওয়ার কথা। আর ওই ঘটনার পর আমি নিজে চেক করে দেখেছি কোথাও পুড়েছে কিনা। না, ওই সময়ে রাব্বির শরীরে আমি কোনো ক্ষত পাইনি।’ 

এ ঘটনার পর শামীম হাসান সরকার রাব্বির কাছে ক্ষমা চেয়েছেন। তা জানিয়ে বলেন, ‘সংগঠনের একজন বলেন, আপনি কোনো চিকিৎসার খরচ দিলেন না। আমি বললাম, আমি সব করতে রাজি। এ ঘটনার জন্য আমি সরি। আর এসব কথা আমি সবার সামনে বলেছি। বিকাল ৫টার দিকে আমি হাসপাতালে লোক পাঠাব, তখন বলে ছেলেটা ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে। কিন্তু প্রথমে আমাকে বলা হয়েছে, রাব্বির শ্বাসনালী পুড়ে গেছে, তাকে হাপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এসব কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। কিন্তু মিলাতে পারছিলাম না। কারণ এমনটা তো হওয়ার কথা না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটি ছড়িয়েছে সেটি মিথ্যা ও পরিকল্পিতভাবে তোলা বলে দাবি করেছেন এই অভিনেতা।