ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

জন্মদিনে কত খরচ করলেন উর্বশী?

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: মার্চ ০২, ২০২৩, ১১:৩০ দুপুর  

ছবি: সংগৃহীত

হাতে সিনেমানেই। যে কয়েকটি সিনেমায় কাজ করছেন প্রায় সবগুলোই ফ্লপ, তবে উর্বশী রাউতেলার জীবনে বিন্দুমাত্র আঁচ পড়েনি। দামি ব্র্যান্ডের পোশাক, গয়না, ব্যক্তিগত বিমানে বিদেশ ভ্রমণে, এসব নিয়েই ব্যস্ত এ অভিনেত্রী।  

গেল ২৫ ফেব্রুয়ারি উর্বশীর জন্মদিন ছিলো। এদিন ২৯ বছরে পা রেখেছেন অভিনেত্রী। বিশেষ দিনটি তিনি উদযাপন করেছেন ফান্সের প্যারিসে। সেখানেই এলাহি আয়োজন ছিলো। যে পরিমাণ খরচ করেছেন অভিনেত্রী, টাকার অংকটা শুনলে বিস্মিত হতে পারেন যে কেউ।

জন্মদিনেও এলাহি আয়োজন করবেন উর্বশী, অনেকেই আগেই আন্দাজ করেছিলেন। তবে এতটা, সেটা হয়তো কেউ কল্পনা করেননি।

অভিনেত্রী নিজের জন্মদিনের বেশ কিছু ছবি সমাজিকমাধ্যমে শেয়ার করেছেন উর্বশী। সেখানেই নীল রঙের বার্বি ড্রেসে দেখা গেছে অভিনেত্রীকে। সামনে রাখা গোলাপের গোছা। পাশে দুটি বড় কেক ও এক ট্রে কাপ কেক। চমক এখানেই শেষ নয়।  

জানা গেছে, অভিনেত্রী সামনে রাখা গোলাপগুলোতে হিরা বসানো। এখানেই শেষ নয়, ট্রেতে রাখা কাপ কেকেগুলো সোনার পাত দিয়ে কারুকার্য করা। এতে নাকি প্রায় ৯৩ লাখ টাকা খরচ হয়েছে অভিনেত্রীর।

সম্প্রতি নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করতে প্যারিস গিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী-সংসদ সদস্য মিমি চক্রবর্তী। তবে জন্মদিনে ঘুরে বেড়ানোই ছিলো মিমির মূল উদ্দেশ্য।

দৈনিক সরোবর/এমকে