একজন নিজের মানুষ খুঁজছি: তাহসান
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১২:৩৯ দুপুর

তাহসান
দুই বছর আগে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন তাহসান। সেখানে জিঙ্গেল আকারে কিছু লাইনও গেয়েছিলেন তিনি। ‘কোনো এক ভোরে/ ধোঁয়া ওঠা চায়ের কাপে/ তোমার সাথে সকাল দেখবো/ সেই তুমি কে-’ লাইনগুলো তখন দর্শকমহলে বেশ সাড়াও পেয়েছিল।
সেই লাইনগুলোকে এবার পূর্ণাঙ্গ আকার দিয়ে ‘সেই তুমি কে’ শিরোনামের গান নিয়ে আসছেন তাহসান। গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন তিনি। গানটি সোমবার (৩১ অক্টোবর) প্রকাশ হতে যাচ্ছে।
গানের প্রসঙ্গে তাহসান বলেন, ‘সেই তুমি কে’ নিয়ে প্রায় তিন বছর কাজ করেছি। আগেই কাজটি করার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়, অবশেষে কাজটি শেষ করতে পেরেছি। গানটি লেখা আমার। সুর করেছি আমি আর সাজিদ সরকার। সংগীতায়োজন করেছেন সাজিদ।
‘সেই তুমি কে’ গানের কথা লেখার পেছনের গল্প জানিয়েছেন তাহসান। তিনি বলেন, একটা সময় গান লিখতাম নিজের জন্য। পরে মানুষের কাছ থেকে প্রত্যাশা আসতে থাকে তখন শ্রোতাদের জন্য লিখতে থাকি। এতো বছর পর আবার মনে হলো, নিজের জন্য কিছু গান লিখতে চাই। ‘সেই তুমি কে’ গানটি একেবারেই আমার নিজের জন্য লেখা। গানের কথা শুনলেই সবাই বুঝতে পারবে- এখানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, একজন নিজের মানুষ খুঁজছি হয়তো। সেই মানুষটার জন্য গানটা লেখা।
গানটি ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে। এ প্রসঙ্গে তাহসান বলেন, দুই মাস আগে সেই তুমি কে- গানের ভিডিওর শুটিং করেছিলাম। প্রেক্ষাগৃহের ব্যানারে এটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক। শুটিংয়ের সময় ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছিলাম। সেগুলো দেখে অনেকেই আশ্চর্য হয়েছিল, কক্সবাজারে এত সুন্দর জায়গা আছে! আর গানের কথার সঙ্গে মিল রেখেই আমরা ভিডিওটি করেছি। ভিডিওতে অনেক নতুনত্ব থাকছে। দর্শক-শ্রোতারা দেখলেই বুঝতে পারবেন।
দৈনিক সরোবর/এমকে