ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

রশ্মিকার পরিবারে নতুন সদস্য

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: জুলাই ১৩, ২০২২, ১২:০৯ দুপুর  

ছবি: সংগৃহীত

ভারতীয় দক্ষিণী সিনেমার নায়িকা রশ্মিকা মন্দনা। কন্নড়ের এই অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে বলিউডেও। সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। শোনা যাচ্ছে খুব শিগগিরই বলিউডে ডেবিউ হতে যাচ্ছে তার।

শত ব্যস্ততার ভেতরেও সোশ্যাল মিডিয়ায় কখনও নিজের কাজ, কখনও ব্যক্তিগত জীবনের কথা ও ছবি শেয়ার করে থাকেন রশ্মিকা। এবার সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা। তার পরিবারের নতুন সদস্য একটি বিড়াল, নাম তার স্নো। সাদা ধবধবে মিষ্টি স্নোকে কোলে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে নায়িকা লিখেছেন, আগামী ৩ বছরে আমার বাড়ি একটা ছোট জঙ্গলে পরিণত হবে।

ইনস্টাগ্রামে রশ্মিকার এই ভিডিয়ো ১৫ মিনিটে লাইক করেছেন এক লক্ষেরও বেশি নেটিজেন, পোস্টে কমেন্ট করেছেন প্রায় দেড় হাজার মানুষ। সকলেই রশ্মিকার প্রশংসাই করেছেন। লাভ ইমোজিতে ভরে উঠেছে কমেন্ট বক্স। রশ্মিকা আর স্নোকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

দৈনিক সরোবর/এমকে