ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পঞ্চম বিয়ের পথে পরীমনি

বিনোদোন ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০২:৪৪ দুপুর  

আবারো সংবাদের শিরোনামে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি, ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের গায়ক শেখ সাদী। তিনি লিখেছেন, “অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না, পরী আমার।” সাথে দিয়েছেন ভালোবাসার ইমোজি, যা জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে।

তবে কিছুদিন আগে শেখ সাদীই পরীমনির জামিনদার ছিলেন, যা আরো উত্তেজনা বাড়িয়েছে। পরীমনির বয়স ৩৩ বছর, একাধিক ডিভোর্সের পর তিনি দুই সন্তানের মা। অন্যদিকে, ২৮ বছর বয়সী গায়ক শেখ সাদী এখনো অবিবাহিত। তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে।

শেখ সাদী অবশ্য প্রেমের গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা রয়েছে, এর বেশি কিছু নয়।”

তবে পরীমনি পাল্টা মন্তব্য করে লিখেছেন, “ওরে পরী মানে ডানা ওয়ালা পরী, পরী মণি না।” পরে, শেখ সাদীও এ পোস্ট শেয়ার করে মন্তব্য করেন, “আরও একটা জিনিস, আই ডিজার্ভ পরী-র অর্থ হল, ‘পরী আমার’ না।”

২০১৮ সালে পরীমনি গোপনে ছেলে পদ্মের সঙ্গে একটি কন্যা সন্তান দত্তক নেন, যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। ২০২২ সালে শরিফুল রাজের সঙ্গে বিয়ে করেছিলেন পরীমনি, তবে এক বছর পর তাদের সংসার ভেঙে যায়। পরীমনির জীবনে একাধিক বিয়ে ও সম্পর্কের কারণে বিতর্কের অন্ত নেই। সূত্র: হিন্দুস্তান টাইমস

দৈনিক সরেোবর/ইএইচপি