ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

জুটি বাঁধছেন সালমান-হৃতিক, নতুন বছরে বড় চমক

বিনোদোন ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৭:৪৬ বিকাল  

নতুন বছরে বলিউডে আসছে বিশাল চমক। এবার একই ফ্রেমে দেখা যাবে দুই সুপারস্টার সালমান খান এবং হৃতিক রোশনকে। বছরের শেষে এমনই সুখবর পাওয়া গেল।

তবে ভাববেন না যেন এক সিনেমায় দেখা যাবে দুই হাই ভোল্টেজ তারকাকে। বলিউডের সূত্রের খবর, আলি আব্বাস জফরের পরিচালনায় বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সালমান ও হৃতিক। 

এই বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বড় বাজেটের ছবিকেও। জানা গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বাইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।

দৈনিক সরোবর/ইএইচপি