ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ইবিতে নড়াইল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ইসরাফিল-আশরাফুল

ইবি প্রতিনিধি

 প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৮:২২ রাত  

ছবি ইন্টারনেট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাফিল হোসাইনকে সভাপতি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার সংগঠনের উপদেষ্টা দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, সংগঠনের সাবেক সভাপতি অনুপম রেজা ও সম্পাদক কাজী তৌশিক আহমেদ আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। 

৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গিলমান জামিল, জিহাদুল ইসলাম ও আসলাম ইবনে আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিবুর রহমান এজাজ, রিফাত বিন আলম, মারুফ বিল্লাহ ও ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম বনি আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইমুম খান, শফিকুল ইসলাম ও রাব্বি ফকির, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, উপ-অর্থ সম্পাদক আল-শাহরিয়ার আপন, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ ফুয়াদ, উপ-প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মেজবাহ, দপ্তর সম্পাদক আরিফ আরমান, উপ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম।

এছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তামান্না ইসলাম, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেরুন্নেসা দীপা, আইন বিষয়ক সম্পাদক ওসমান খান, উপ-আইন বিষয়ক সম্পাদক প্রণতী বিশ্বাস ও দিলশাদ জাহান, ছাত্রী বিষয়ক সম্পাদক মোহসিনা ঐশী, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক অবন্তী বিশ্বাস ও শুভ্রা দাস, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী এবং উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহীন শেখ।

দৈনিক সরোবর/এএস