শাহবাগে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ৬ জনকে আটক
প্রকাশিত: আগস্ট ০৮, ২০২৩, ০৭:৫৮ বিকাল

ছবি ইন্টারনেট
এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি নিয়ে ঢাকার সড়কে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করেছে কিছু শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়। সে সময় তাদের কারও কারও হাতে প্ল্যাকার্ডও ছিল। সেখানে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
শিক্ষার্থীদের দাবি, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে, দিনে দিনে তা ভয়াবহ পর্যায়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দিতে হবে।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার সালমান ফার্সি বলেন, তাদের সরিয়ে দিয়েছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গেছে।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যানজট তৈরি হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। প্রায় এক ঘণ্টা ছিল। যানজট তৈরি হলে শিক্ষার্থীদের চলে যাওয়ার অনুরোধ করা করা হয়। তারা প্রথমে অস্বীকৃতি জানায়।পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
শিক্ষার্থীরা ওই এলাকা ছাড়ার পর যানজট স্বাভাবিক হয় বলে জানান কমিশনার সালমান।
গত সোমবারও একই দাবিতে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিক্ষোভ করে কিছু শিক্ষার্থী। পরে সেখান থেকে তাদরে পুলিশ সরিয়ে দিলে শাহবাগ মোড়ে এসে জড়ো হন তারা। পুলিশ সোমবারও তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।
চলতি বছরের এইচএসসি ও সমামানের পরীক্ষা শুরু হবে ১৭ অগাস্ট থেকে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা আরও পিছিয়ে গিয়েছিল। নভেম্বরে হয়েছিল সেই পরীক্ষা।
এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও সিলেবাস শেষ না হওয়ার কারণে তা পিছিয়ে যায়।
দৈনিক সরোবর/এএস