মহিলা ভলিবল প্রতিযোগিতায় জবি রানার্স আপ হওয়ায় শুভেচ্ছা বিনিময়
আনিকা তাহসীন, জবি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৭:৩৩ বিকাল

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে ১৪ অক্টোবর থেকে আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় মহিলা ভলিবল প্রতিযোগিতা শুরু হয় ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভরিবল স্টেডিয়ামে।
উক্ত প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মহিলা ভলিবল দল ১৭ অক্টোবর ২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় মহিলা ভলিবল দলের সাথে ফাইনাল খেলায় রানার্স আপ পদক অর্জন করে।
এই উপলক্ষে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় মহিলা ভলিবল দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জবি ভলিবল উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক সরোবর/আরএস