ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

চালের বাজারে অস্থিরতা

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৫:৩৬ বিকাল  

দেশের বাজারে বাড়ছে সব ধরনের চালের দাম। গত চার সপ্তাহ ধরে লাগাতার বেড়েছে এই নিত্যপণ্যের দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক মাসে কেজিতে ৪-৫ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম।

শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি বাজারে ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানেও সব ধরণের চালের দাম আগের তুলনায় কেজিতে ২-৩ টাকা বেড়েছে। 

ব্যবসায়ীরা জানান, আগস্টের তুলনায় বর্তমানে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেশি সব ধরনের চালের দাম। 

মিনিকেট নামে বিক্রি করা চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। যা আগস্টে ৬৮ থেকে ৭০ টাকার মধ্যে ছিল। 

বাজারে চাহিদার শীর্ষে থাকা আটাশ চালের কেজি ৬০ টাকা। মধ্যবিত্তের চাল হিসেবে পরিচিত এই চালটি আগস্টে ছিল ৫৭ থেকে ৫৮ টাকা। 

কেজিতে ২ থেকে ৩ টাকা হারে বৃদ্ধি পেয়ে পাইজাম ৬০ টাকা এবং স্বর্ণা চাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

দাম বেড়ে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে।

বাজারে সবচেয়ে কম দামে মিলছে হাইব্রিড চাল। এক সপ্তাহের ব্যবধানেও কেজিতে ২ টাকা বেড়েছে এই চালের দাম। বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা কেজি দরে। বিক্রেতারা জানিয়েছেন, লালচে ধরনের এই চালের খদ্দের একেবারে নিম্নআয়ের মানুষ। 

প্রকারভেদে চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে।

দৈনিক সরোবর/এএস