ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

লালমনিরহাটে জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

 প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৯:১২ রাত  

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে ছয় জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে সদরের আলোরুপা সিনেমা হল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, লালমনিরহাটের বন্ধ আলোরুপা সিনেমা হল এলাকার প্রাচীর বেয়ে নাশকতার গোপন বৈঠক করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম ওই এলাকায় গিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকার ৬ জনকে গ্রেফতার করে।  তারা সবাই জামায়াত শিবিরের নেতাকর্মী। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনতলা বড়বাড়ি এলাকার এনামুল হকের ছেলে সোহেল পারভেজ (৩২), বাসুরিয়া, বড়বাড়ি এলাকার আবু সিদ্দিকের ছেলে মিলন মিয়া (২০),পশ্চিম দৈলজোর চান্দের বাজার এলাকার মৃত অলি মামুদের ছেলে আজিম উদ্দিন (৫৮), আদিতমারী উত্তরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে আবু তাহের (৪০),  একই এলাকার আব্দুল গফুরের ছেলে মমিনুল ইসলাম (৩৮) এবং সদর উপজেলার বড় বাসুরিয়া এলাকার ছকিয়ত আলীর ছেলে রাকিব হাসান (১৭)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার পরিকল্পনায় তারা গোপনে মিলিত হয়েছিলো।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক সরোবর/এমএইস