বাসের সিটে মিললো সাড়ে ৭ হাজার ইয়াবা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৬:১১ বিকাল

সাতক্ষীরায় বাস থেকে সাত হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রবিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা মোড় থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বাবলু পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
এসময় বাসের খালি সিটের নিচ থেকে ছয়টি ছোট পলিথিন মোড়ানো সাত হাজার ৪০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
দৈনিক সরোবর/ আরএস