ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রংপুরের সমাবেশস্থলে ফখরুল, বিএনপি নেতাকর্মীদের অবস্থান

রংপুর প্রতিনিধি

 প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ১২:৪৭ রাত  

ছবি: সংগৃহীত

গণসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করেন তিনি। পরে সড়কপথে রাত ১০টায় রংপুরের কালেক্টরেট মাঠে এসে পৌঁছান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু তার সঙ্গে ছিলেন। কালেক্টরেট মাঠে এসে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারা।

শনিবার (২৯ অক্টোবর) বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল।

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা এরইমধ্যে রংপুরে এসে পৌঁছেছেন।

এদিকে বিএনপির এই গণসমাবেশের আগে দুদিনের পরিবহন ধর্মঘট ডেকেছে রংপুর মটর মালিক সমিতি। শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ধর্মঘট। শনিবার সন্ধ্যা পর্যন্ত চলবে।

রংপুর জেলা মটর মালিক সমিতি বলছে, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট।

অপরদিকে বিএনপি বলছে, সমাবেশে যেন নেতাকর্মীরা না আসতে পারেন তাই এই ধর্মঘট দেওয়া হয়েছে।

এদিকে ধর্মঘটের কারণে সমাবেশস্থলে আগে থেকেই আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। যেকোনো উপায়ে গণসমাবেশ সফল করতে তারা নিজ নিজ উপায়ে মাঠে এসে অবস্থান নিয়েছেন।

দৈনিক সরোবর/এমকে