ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ১২৪৪ গ্রাম স্বর্ণ জব্দ 

চট্টগ্রাম প্রতিনিধি

 প্রকাশিত: জুন ১৬, ২০২২, ১২:২৮ দুপুর  

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ এবং ৯ কেজি সিসা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা এই স্বর্ণ ও শিশা জব্দ করে। এই ঘটনায় মাসুদ রানা নামে এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট- বিজি ১৪৮ অবতরণের পর যাত্রীরা নেমে এলে মাসুদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে কাস্টমস গোয়েন্দারা তাকে আটক করে তার লাগেজ তল্লাশি করে। সেখান থেকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করা হয়। এই ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক সরোবর/এমকে