ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

২৯৭ স্কোর নিয়ে আজও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

সরোবর ডেস্ক

 প্রকাশিত: মার্চ ০২, ২০২৩, ১০:১৫ দুপুর  

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ (বৃহস্পতিবার,০২ মার্চ) সকালেও ঢাকার অবস্থান শীর্ষে। সকাল সোয়া ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৯৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, ঢাকার পরেই রয়েছে ইরাকের বাগদাদ, রাজধানী শহরটির স্কোর ২৩৮। এরপরের অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, শহরটির স্কোর ১৯৩। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি (১৮৮)। পঞ্চম স্থানে থাইল্যান্ডের চিয়াংমাই (১৮৭)। ষষ্ঠ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৮৬)।

এছাড়া অষ্টম অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটার, স্কোর ১৮৪। নবম স্থানে ভারতের মুম্বাই, স্কোর ১৭৬। আর দশম স্থানে ছিল পোল্যান্ডের ক্রাকো, স্কোর ১৭৪।

বায়ু বিশেষজ্ঞদের মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। সূত্র: আইকিউ এয়ার

দৈনিক সরোবর/এমকে