ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক  

 প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ০৩:৩৯ দুপুর  

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

শুক্রবার বেঙ্গালুরুর এম চিনাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের জন্যই এটি চতুর্থ ম্যাচ। এবারের আসরে প্রথম তিনটি ম্যাচের দুটিতেই জয় পেয়েছে পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে।

অপরদিকে তিন ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে হেরেছে স্বাগতিক ভারতের কাছে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিার কাছে ১৩৪ রানের ব্যবধানে হেরেছে প্যাট কামিন্সের দল। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাড়িয়েছে অসিরা। ৮৮ বল বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নিয়েছে ৫ উইকেটের দুর্দান্ত জয়।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, জশ ইঙ্গলিস, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুসচেন, মিচ মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক।

দৈনিক সরোবর/এএস