র্যাংকিংয়ে নাম্বার ওয়ান হয়ে সতীর্থদের কৃতিত্ব দিলেন বাবর আজম
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৩:২৩ দুপুর

ছবি ইন্টারনেট
ওয়ানডে ক্রিকেটে র্যাংকিংয়ে এক নাম্বার দল এখন পাকিস্তান। গতকাল আফগানিস্তানকে হারিয়ে সেরার মুকুট মাথায় পড়েছে বাবর আজমরা। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা সতীর্থদের এই কৃতিত্ব দিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে র্যাংকিংয়ে অগ্রগতি বাবরদেরকে একটু বেশিই উজ্জীবিত রাখবে। তারুণ্যনির্ভর দলটির টিম কম্বিনেশন চমৎকার। বেশ কয়েকজন খেলোয়াড় সেরা ফর্মে রয়েছেন।
১১৬ পয়েন্ট নিয়ে আইসিসি র্যাংকিংয়ে দুইয়ে থেকে এই সিরিজ শুরু করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচের জয়ে তারা স্পর্শ করে অস্ট্রেলিয়ার ১১৮ পয়েন্ট। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে তখনও শীর্ষে ছিল অস্ট্রেলিয়াই। শেষ ম্যাচের জয়ে ১১৮ পয়েন্ট নিয়েই ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে যায় বাবর আজমের দল।
এর আগেও ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিল বাবরের দল। তবে সেটি বেশিদিন স্থায়ী হয়নি। গত ৫ মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ জিতে ওয়ানডের র্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠেছিল পাকিস্তান। কিন্তু ৭ মে পরের ম্যাচে হেরে গিয়ে আবার তারা নেমে যায় দুইয়ে। সাড়ে তিন মাস পর তারা ফিরে পেল হারানো জায়গা।
এই সিরিজেও দারুণ খেলেছেন বাবর। তবে সতীর্থদেরই কৃতিত্ব দিয়েছেন তিনি। সিরিজ শেষে বাবর বললেন, দলের সবার কঠোর পরিশ্রমের ফসল এই সাফল্য।
আমরা এখন আবার ওয়ানডের এক নম্বর দল। সব কৃতিত্ব ছেলেদের। এই সিরিজের আগে লাহোরে আমাদের ছোট্ট একটি ক্যাম্প হয়েছিল। গত মাস দুয়েক ধরেই টিমমেটরা অনেক পরিশ্রম করছে, ঘাম ঝরাচ্ছে। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর এই সিরিজের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছে।
এশিয়া কাপের আগে বিশ্রামের খুব বেশি সুযোগ বাবর আজমরা পাচ্ছেন না। বুধবার মুলতানে তাদের সঙ্গে নেপালের লড়াই দিয়েই শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। শনিবার তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
দৈনিক সরোবর/এএস