আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও ফিফা র্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ১২:৩১ রাত

ফাইল ফটো
গোটা বিশ্বকাপে দুর্দান্ত খেলে ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তবু চলতি মাসে ফিফা বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠতে পারেননি লিওনেল মেসিরা। তাদের পেছনে ফেলে প্রথম স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
গত ফেব্রুয়ারিতে বেলজিয়ামকে টপকে এক নম্বর র্যাংকিংধারী হয় ব্রাজিল। এরপর থেকেই সেই সিংহাসনে বসে রয়েছেন নেইমাররা। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় নিলেও তাতে নড়চড় ঘটেনি।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৫ ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ৩টিতে জিতেছে তারা। আর দুটিতে হেরেছে। তন্মধ্যে মূল সময়ে ক্যামেরুনের কাছে পরাজিত হয়েছে সেলেকাওরা। এছাড়া পেনাল্টি শুটআউটে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে, ২০২২ আসরে ৭ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ১টিতে হারের তিক্ত স্বাদ নিয়েছে তারা। আর ৬টিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। তন্মধ্যে মূল সময়ে ৪টিতে জিতেছে তারা। আর ২টিতে টাইব্রেকারে।
মূলত পেনাল্টি শুটআউটে ২ ম্যাচ জেতায় ফিফা র্যাংকিংয়ে শিখরে উঠতে পারেননি মেসিরা। সুপার সানডে’তে (১৮ ডিসেম্বর) ফাইনালি লড়াইয়ে ফ্রান্সকে ১২০ মিনিটের মধ্যে হারাতে পারলেই চলতি মাসে ফিফা র্যাংকিংয়ে ফার্স্ট হতেন তারা।
এর আগে কোপা আমেরিকা ট্রফি জেতে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন তারা। তবে এসব নম্বর ওয়ান হওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ, রেগুলার টাইমে জয়ের চেয়ে শুটআউট জয়ে পয়েন্ট খুব কম। অর্থাৎ ব্রাজিলের তুলনায় টাইব্রেকারে বেশি ম্যাচ জেতায় ফিফা র্যাংকিংয়ে পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা।
তবে বিশ্বকাপ ফাইনালের দুই দলই একধাপ করে এগিয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। আর তৃতীয় জায়গায় উঠেছে ফ্রান্স। কিন্তু বেলজিয়াম দুই পা পিছিয়ে গেছে। চার নম্বরে নেমে গেছে তারা। মূলত বিশ্বমঞ্চে দ্বিতীয় স্থানে উঠতে না পারায় এ অধপতন তাদের।
তবে যথারীতি পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড। দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালিস্ট নেদারল্যান্ডস। তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে ক্রোয়েশিয়া। ফিফা র্যাংকিংয়েও তাদের ব্যাপক উন্নতি হয়েছে। শীর্ষ দশে ঢুকে পড়েছে তারা। ১২তম থেকে সপ্তম স্থানে উঠেছে ক্রোয়াটরা।
এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। এতে দুই কদম পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে তারা। তবে পর্তুগালে অবস্থান অপরিবর্তিত রয়েছে। নবম স্থানেই আছে তারা। আর ৩ ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে স্পেন।
নতুন ফিফা র্যাংকিং
১. ব্রাজিল
২. আর্জেন্টিনা
৩. ফ্রান্স
৪. বেলজিয়াম
৫. ইংল্যান্ড
৬. নেদারল্যান্ডস
৭. ক্রোয়েশিয়া
৮. ইতালি
৯. পর্তুগাল
১০. স্পেন
দৈনিক সরোবর/এমকে