ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

এএইচএফ জুনিয়র টুর্নামেন্ট

বাংলাদেশ ৪-২ গোলে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে

সরোবর ডেস্ক

 প্রকাশিত: জুন ১৯, ২০২৪, ০৫:২৭ বিকাল  

আগে গোল করে এএইচএফ জুনিয়র আসরে জয়ের স্বপ্ন দেখছিল থাইল্যান্ড। কিন্তু হকির এই টুর্নামেন্টে বাংলাদেশ পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয় নিয়ে টার্ফ ছেড়েছে। বাংলাদেশ ৪-২ গোলে থাইল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে। এতে নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। 

আজ বুধবার সিঙ্গাপুরে ছেলেদের এই টুর্নামেন্টে থাইল্যান্ড ১১ মিনিটে গোল করে এগিয়ে যায়। থাউইচ্যাট ক্রাউইচ আক্রমণ থেকে গোলের সূচনা করেন। চার মিনিট পর বাংলাদেশ নিজেদের মুনশিয়ানা দেখিয়ে সমতায় ফেরে। ১৫ মিনিটে  মোহাম্মদ আব্দুল্লাহ পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন। এরপর টানা গোল পেতেই থাকে লাল-সবুজ দল। ২৬ মিনিটে মোহাম্মদ ইসলাম আক্রমণ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।  ৪০ মিনিটে শরীফ আমান দলের হয়ে তৃতীয় গোল করেন। এর ৮ মিনিট পর মোহাম্মদ হোসেন পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে চতুর্থ গোল করেন। শেষের দিকে অর্থাৎ ৫৬ মিনিটে থাইল্যান্ড দ্বিতীয় গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি।

আগমী ২০ জুন গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। 

দৈনিক সরোবর/কেএমএএ