ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ কখনো জনগণকে ছেড়ে যায়নি: নৌপ্রতিমন্ত্রী

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০৭, ২০২৩, ১০:২৮ দুপুর  

ফাইল ফটো

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ৭৩ বছরে একদিনের জন্যও জনগণকে ছেড়ে যায়নি। আমাদের সম্পদই হচ্ছে জনগণ। আর সব থেকে বড় আশীর্বাদ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার দিনাজপুরের বিরলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বাংলার মানুষ স্বাভাবিক আছে, ভালো আছে-এটা বিএনপির পছন্দ না। তাদের পছন্দ দুর্ভোগ তৈরি করা। আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে। প্রধানমন্ত্রী সমন্বিতভাবে উন্নয়ন করে যাচ্ছেন। তার মতো সমন্বিতভাবে কাজ কোনো সরকার আগে করেনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, এবারে শীতের প্রবণতা বেশি হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো দুমাস আগেই শীতপ্রবণ এলাকায় শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন। 

তিনি বলেন, আমরা নদী-মাতৃক বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছি। ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের ব্যবস্থা করেছি। দেশের সব নদী খনন করে প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। বর্ষার সময় যেন জলাবদ্ধতা তৈরি না হয়, সে লক্ষ্যে নদীগুলো খনন করা হচ্ছে।

দৈনিক সরোবর/এমকে