ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার সরকার মঙ্গা-দুর্ভিক্ষ দূর করেছে: কৃষিমন্ত্রী

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০১:০১ রাত  

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির সময় মানুষ না খেয়ে মারা যেতো। আর এখন সবাই পেট ভরে ভাত খেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মঙ্গা-দুর্ভিক্ষ চিরতরে দূর করেছে।

বুধবার ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আশ্বিন-কার্তিক মাসে বেশিরভাগ মানুষের ঘরে খাবার থাকত না। মঙ্গা-দুর্ভিক্ষ হতো, মানুষ না খেয়ে মারাও যেতো। অন্যদিকে গত ১৩ বছরে একটি মানুষও না খেয়ে কষ্ট করেনি। আজ সবাই পেট ভরে ভাত খেতে পারে।

তিনি আরো বলেন, বিএনপির আমলে দেশে খাদ্যের চরম ঘাটতি ছিলো। ভিক্ষার মনোবৃত্তি নিয়ে তারা দেশ পরিচালনা করেছিল। খাদ্যের ঝুলি নিয়ে বিএনপি সারা পৃথিবী ঘুরে বেড়াত। শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে ৫ বছরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় এসে সারের দাম কমানো, ভর্তুকি মূল্যে সার সরবরাহের ব্যবস্থা, কৃষিতে উন্নয়ন সহায়তা প্রদান, ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, কৃষি প্রণোদনা প্রদানসহ বিভিন্ন কৃষকবান্ধব নীতি গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন।

দৈনিক সরোবর/এমকে