ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বিএনপির সঙ্গে বৈঠকে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদল

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৮:১১ রাত  

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর দাবির পক্ষে আলোচনার জন্য বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

অন্যদিকে বৈঠকে অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা ও প্রধান সংগঠক আবদুল হান্নান মাসুদ। এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিনও বৈঠকে উপস্থিত রয়েছেন।

দৈনিক সরোবর/এমই