ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সফর বাতিল, মোমেনের সঙ্গে ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রীর দুঃখপ্রকাশ

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৭:৪১ বিকাল  

ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে সেটা বাতিল হওয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দুঃখ প্রকাশ করেছেন। খুব শিগগির তিনি বাংলাদেশ সফরে আসার ব্যাপারে নিজের অভিপ্রায়ের কথা জানিয়েছেন।  

সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য ফোনালাপ হয় সের্গেই লাভরভের। সেখানে তিনি এই কথা বলেন।

ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২৩ নভেম্বর ঢাকা আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ঢাকাস্থ রুশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতে পারছেন না। তার পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দর মান্তিতস্কি আইওআরএ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সৌজন্য ফোনালাপ হয়। ফোনালাপের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে খুব শিগগির তিনি বাংলাদেশে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনালাপে তাঁরা বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন এবং এ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় কৃতজ্ঞতার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মনে রাখবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রীর এ অনুরোধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ মিয়ানমারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলেও আশ্বস্ত করেছেন।

সের্গেই লাভরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। পররাষ্ট্রমন্ত্রী মোমেন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে সোমবার দুপুরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দুই দেশের সুবিধাজনক সময় ফোনালাপ হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। কবে আলাপ হবে সেটি রাশিয়া ঠিক করবে এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটি তারা (রাশিয়া) ঠিক করবেন। এমন একটি সময় এটি করা হবে, যেটি তাদের ও আমাদের জন্য সহজ হবে।’

দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজাখস্তানে দেখা হয়েছিল। তাকে আগেও বলেছি, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোভিয়েত ইউনিয়ন তিনবার আমাদের স্বপক্ষে ভেটো দিয়েছে। কিন্তু রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে আসেননি, রাষ্ট্রপতিও আসেননি। তার সঙ্গে আমার যখন দেখা হয়, আমি বাংলাদেশে আসার অনুরোধ করি।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার বাংলাদেশের পক্ষে থাকার বিষয় তুলে ধরে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জাতিসংঘে তিনবার ভেটো শক্তি প্রয়োগ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এ কারণে আমাদের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ছিল রাশিয়া।’

দৈনিক সরোবর/আরএস