ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় গেলেন পদ্মাসেতু দিয়ে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২২, ০৭:০৪ বিকাল  

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে। পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকাল সোয়া ৪টায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে উপস্থিত হন রাষ্ট্রপতি। সাড়ে ৪টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়া ও মোনাজাত করেন। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করেন।

এর আগে শুক্রবার সকালে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যাত্রাকালে পদ্মা সেতু এলাকা ও বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ  নিরাপত্তা ব্যবস্থা ছিল।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকালে ঢাকায় ফেরার পথে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দৈনিক সরোবর/আরএস