খুলে দেওয়া হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন
প্রকাশিত: জানুয়ারী ০৫, ২০২৫, ০৫:১৬ বিকাল

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবন খুলে দেয়া হয়েছে। এ ভবনের পাঁচতলা পর্যন্ত কক্ষগুলোতে অফিস করা শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
নয়তলা ভবনের পুড়ে যাওয়া চারটি তলা বন্ধ রয়েছে।
ভবনটির পুড়ে যাওয়া অংশ সংস্কার করতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ২৫শে ডিসেম্বর রাতে সচিবালয়ের এই ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ভবনটি বন্ধ রাখা হয়েছিল৷
এতে ভবনের চারটি তলা পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার ১১ দিন পর ভবনটি খোলা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে সাত নম্বর ভবন পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান।
তিনি সাংবাদিকদের বলেন, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পুড়ে যাওয়া ভবনের চারটি তলার সংস্কার কাজ শেষ হবে।
এ ভবনের পাঁচ তলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
চার তলায় রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তিন তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দুই তলায় স্থানীয় সরকার বিভাগ।
এসব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে অফিস করা শুরু করছেন।
এদিকে, সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি ও ভেতরে ঢুকতে দেয়া হয়েছে।
ভবনটিতে অগ্নিকাণ্ডের পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেয়া হচ্ছিল না।
আজ রোববার থেকে সচিবালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি ও প্রবেশ করতে দেয়া হচ্ছে।
পুড়ে যাওয়া ষষ্ঠ থেকে নবম তলা ছাড়া অন্য সব তলায় সকাল থেকে ভবনে প্রবেশ করতে পারছেন সবাই। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা
দৈনিক সরোবর/এএস