add

ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নীল দীঘি

লায়লা ইয়াসমিন রুবী

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৭:৫৫ বিকাল  

একবার আমি নীল দীঘিতে
             বেড়াতে গিয়েছিলাম-
নীল দীঘি!
কী স্বচ্ছ নীলাভ তার রঙ!
যেন
আকাশটা তার নীল কিছুটা
                       ফেলে গেছে-
সেই নীলে নীলাভ চারিদিক।
সকাল-সন্ধ্যা জ্যোৎস্নাভরা
                  রাতে রঙ বদল হয়।
নীল রঙ হয়ে যায় হলুদাভ-
      জল নয়, জ্যোৎস্নার রঙ
সেখানে জলতরঙ্গ বাজায়।
আমি অপলক-
নিস্তব্ধ প্রকৃতির মাঝে একাকী
নীল জলের খেলা চেতনায়
                 বর্ণিল আভা ছড়ায়।
আমি হেরে যাই-
 প্রকৃতির কাছে, জলের কাছে 
                 নীল দীঘির কাছে!
আসলে- 
নীল দীঘি বলে কিছু নেই!

 

sad

শব্দহীন


একটি কথা বলবো তোমায়
একটি কথা বলবো
পথ হারিয়ে আবার মোরা 
একই সাথে চলবো।

নিবিড় ছায়ায় রাতের মায়ায়
স্তব্ধতায় ভাসবো
ঊর্ধ্বপানে চোখের তারায়
লক্ষ তারা গুনবো।

একলা যতই ভাবো তুমি
একলা আমি নই,
তোমার সাথেই নীরবতায়
অনেক কথা কই।

নিঃশব্দতার মাঝে আছে
শব্দরথের মেলা,
তোমরা আছ, তুমি আছ
চলছে গভীর খেলা।