ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

চলো স্বপ্ন কুড়োই

শাহনেওয়াজ কবির ইমন

 প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৭:০৬ বিকাল  

চলো, দু’হাত ভরে স্বপ্ন কুড়োই;
আজলা ভরে, রঙিন কিছু স্বপ্ন।
রঙহীন জীবনে আবীর মাখাই;
সুখাবেশে দেখি জীবনের রঙ্গ।

এসো, রেললাইন ধরে হেঁটে যাই,
পাশাপাশি হাত ধরে সমান্তরাল।
অসীমতা হৃদয়ে পুরে চলো যাই;
পেরিয়ে যাই জীবনের ভুলভাল।

চলো, মুঠো ভরে আলো জমাই,
জোনাকির মায়াবী নীল আলো।
মহুয়ার মিষ্টি মধুতে দুঃখ ভুলাই,
ফিকে হতে দাও নিয়নের আলো।

এসো, তটিনির বুকে তরী ভাসাই,
খুঁজে ফিরি নদীদের যত স্বরলিপি।
রঙ্গিন স্বপ্নগুলো পানিতে মিলাই,
সবুজে সাজাই ওই ঊষর মরুভূমি।

চলো, নীড় বাঁধি পাহাড়ের চূড়ায়,
ওই আকাশের সীমানায় মিশে যাই।
মেঘমালা ছুঁয়ে থাকুক বৃক্ষ কায়ায়,
সোনালী গাঙচিল হয়ে উড়ে যাই।

এসো, দু’জনে বিলোই স্বপ্ন বিলাস,
প্রজন্ম হতে প্রজন্মে, প্রতিটি হৃদয়ে।
হিংসা, বিদ্বেষ, ঘৃনার হোক বিনাশ,
ভালোবাসা জাগুক প্রতিটি হৃদয়ে।

দৈনিক সরোবর/ কেএমএএ