আমাদেরও এক দফা, সংবিধান সম্মত নির্বাচন: কাদের
প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০৭:০৭ বিকাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদেরও দফা একটা—শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়, তাঁর নেতৃত্বে নির্বাচন। সেখানে জনগণ যাকে ইচ্ছে ভোট দেবে।’
বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় কাছে ভেসে যাবে। তারা পদ্মাসেতু চায়নি। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল চায়নি। রূপপুর প্রকল্প তাদের পছন্দ নয়। যাদের উন্নয়ন পছন্দ নয় তাঁদের শেখ হাসিনাকে পছন্দ নয়। শেখ হাসিনার অপরাধ দেশের উন্নয়ন করা।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি স্বপ্ন দেখছে শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। ওই স্বপ্ন নয়াপল্টনের কাদা–পানিতে আটকে গেছে। তাদের এক দফার স্বপ্ন বর্ষার পানিতে আটকে গেছে।
বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে সংলাপ নয়।
তিনি বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও এক দফা—সংবিধান সম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। কাউকে বাধা দেব না।’
বিদেশিদের উদ্দেশ্য করে কাদের বলেন, ‘আপনারা চান অবাধ, সুষ্ঠু নির্বাচন। আমাদেরও লক্ষ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না।’
দৈনিক সরোবর/আরএস