মুন্সিগঞ্জে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩, ১০:৪৩ রাত

হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় ডজনখানেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে অর্ধশতাধিক গাছ। এসময় পুরো উপজেলায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার বিকেল ৫টা থেকে প্রায় আধাঘণ্টা ধরে ঝড় ও শিলাবৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার পর থেকে শুরু হয় ঝড়-বৃষ্টি। কিছুক্ষণ পর তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। আধাঘণ্টা স্থায়ী ঝড়বৃষ্টিতে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ক্ষতিগ্রস্ত কেউ এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। যোগাযোগ করলে তাদের সহযোগিতা করা হবে।