ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ইবিতে ছাত্রী নির্যাতন: পাঁচ নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ০১, ২০২৩, ০৭:০৭ বিকাল  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে ছাত্রলীগ। বুধবার বিকালে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, দেশরত্ন শেখ হাসিনা হল শাখার সহসভাপতি তাবাসসুম ইসলাম, কর্মী মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা খাতুন উর্মী।

পরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তদন্ত কমিটির প্রতিবেদন, মহামান্য হাই কোর্টের নির্দেশ এবং সার্বিক বিবেচনায় বিষয়টাকে ক্রিমিনাল অফেন্স হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ ছাত্রলীগ এই পাঁচজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। পাঁচজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছি।’

ছাত্রী নির্যাতনের ঘটনায় জমা দেওয়া দুটি তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার হাই কোর্টে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার, দায়িত্বহীনতার অভিযোগে হল প্রভোস্টকে অব্যহতি এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ কয়েকটি নির্দেশ দিয়েছেন।

তার কিছু পরেই ছাত্রলীগের পক্ষ থেকে পাঁচজনকে বহিষ্কারের বিবৃতি এলো।

এর আগে মঙ্গলবার ওই পাঁচ শিক্ষার্থীকে তাদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

দৈনিক সরোবর/ আরএস